শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আফসার কটন মিলস্ এলাকার সূর্যের হাসি ক্লিনিক মিলনায়তনে এ স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যের হাসি ক্লিনিকের জেনারেল ম্যানেজার (অপারেশন) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আশরাফ কাদের। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ বিন সুলতান, সূর্যের হাসি ক্লিনিকের জেনারেল ম্যানেজার (ক্লিনিক্যাল সার্ভিস) ডা. নকুল কুমার বিশ্বাস, জুনিয়র অফিসার মিজানুজ্জামান, রেভিনিউ অফিসার সাদমান বিন মামুন মজুমদার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান জামিল এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক নাহিদ হোসেন, সাভার সিটিজেন ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসেন, সাংবাদিক নজমুল হুদা শাহীন, এনজিও প্রতিনিধি মোহাম্মদ কায়কোবাদ ও বাবুল মোড়লসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার নাসিমা খানম।
সভায় বক্তারা জনস্বাস্থ্য উন্নয়ন, পরিবার পরিকল্পনা সচেতনতা, স্বাস্থ্যসেবা বিস্তার ও স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সবার সহযোগিতায় একটি সুস্থ সমাজ গঠন সম্ভব।