বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলা রায়কে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
গতকাল সোমবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার বাদী নীলার বাবা নারায়ণ রায়ের জেরার জন্য দিন ধার্য ছিল। এদিন তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তার জেরা শেষ হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।
এর আগে গত ৩১ অক্টোবর আদালতে সাক্ষ্য দেন নীলার বাবা নারায়ণ রায়।
মামলার আসামিরা হলেন- মিজানুর রহমান চৌধুরী ও তার বন্ধু সাকিব হোসেন এবং সেলিম পাহলান। এদের মধ্যে প্রধান আসামি মিজানুরকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। উচ্চ আদালত থেকে জামিনে থাকা সাকিব ও সেলিমও আদালতে হাজির ছিলেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাতে সাভারে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করেন আসামি মিজানুর। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে ছিনিয়ে পাশের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ওই রাতে নীলা রায়কে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর নীলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।