বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সাভারে নাশকতার দুই মামলায় আটক ১৬ বিএনপি নেতাকর্মীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। আসামীদের মধ্যে বুধবার আটক সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন, বিরুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর বিএনপি নেতা সোহরাব হোসেনসহ বনগাও ইউনিয়ন, তেঁতুলঝোড়া ইউনিয়নসহ বিভিন্ন শাখার নেতাকর্মীগণ রয়েছেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি স্বীকার করেছেন সাভার মডেল থানার ওসি অপারেশন নয়ন কারকুন।
শনিবার দিবাগত রাতে সাভার পৌরসভা ও হেমায়েতপুরের তেঁতুলঝোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার নেতারা হলেন, সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন, বিরুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর বিএনপি নেতা সোহরাব হোসেন (৫৫), সাভার পৌর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আরমান হোসেন ওরফে হাঞ্জলা (৩৭), তেঁতুলঝোড়া ইউনিয়নের যুবদল নেতা মেহেদী হাসান (২৭), তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজম খান (৫৫), সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের সভাপতি মো. মোশাররফ হোসেন (৫৭), বাহরাইন বাদশা (৪৩) ও হাবিবুর রহমান হাবিব (৫০)। গ্রেফতার বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সাভার মডেল থানার পরিদর্শক নয়ন কারকুন বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের তিনটি মামলায় বিএনপি ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।