বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভার মডেল থানার এস আই শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে বিএনপি নেতা কফিলউদ্দিনসহ ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি মামলার আর্জিতে বলেছেন, সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকায় অবস্থানকালে শনিবার রাত সোয়া আটটারদিকে অফিসার ইনচার্জ জানান যে, সাভার মডেল থানাধীন সাভার ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ সিএন্ডবি মোড় ফুট ওভার ব্রীজের নীচে ঢাকা-আরিচাগামী মহাসড়কের পূর্বপাশে রাস্তার উপর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীসহ কফিল উদ্দিন (সহ-সভাপতি ঢাকা জেলা বিএনপি), খোরশেদ আলম (সাবেক কাউন্সিলর ও ঢাকা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক) এর নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবী ও আগামী ১০ই ডিসেম্বর ঢাকায় গণজমায়েত সফল করার সমর্থনে মিছিল করে জনগণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাশকতামূলক কর্মকাজ করিতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আমিসহ উপরোক্ত সকল অফিসার ফোর্স বর্ণিত ঘটনাস্থলে রাত সাড়ে আটটায় উপস্থিত হই। এ সময় উপরোক্ত আসামীগণ পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠিশোটা দিয়ে আক্রমণ শুরু করিয়া এলোপাথারিভাবে ইটের খোয়া ও ককটেল নিক্ষেপ করে। আসামীদের নিক্ষেপকৃত ককটেল এর মধ্যে ০৩ (তিন) টি ককটেল বিস্ফোরিত হয় ও ০৫ (পাঁচ) টি ককটেল অবিস্ফোরিত থাকে। ঘটনার সময় আসামীদের নিক্ষেপকৃত ইটের খোয়ায় আমিসহ ৩ জন পুলিশ আহত হই।
মামলার আসামীরা হলেন, কফিলউদ্দিন (সহ সভাপতি ঢাকা জেলা বিএনপি) (৫৬), পিতা-মৃত জয়নাল আবেদীন, সাং-হিজলা, আমিনবাজার, ২। খোরশেদ আলম (সাবেক কাউন্সিলর ও ঢাকা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক) (৪৫), পিতা-হাজী শামসুল হক, ছায়াবিথী, বাড্ডা, ৩। খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু (সাভার পৌর-বিএনপির সভাপতি), (৪৯), পিতা-গোলাম মোঃ খন্দকার, ব্যাংক কলোনী, ৪। রমিজ (কফি উদ্দিনের সহযোগী) (৫৫), পিতা- আলী চৌকিদার, সাং-অমরপুর, ৫। আরিফ (কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক) (২৮), পিতা-ইস্রাফিল, সাং-নামাগেডা, ৬। কুটি (তেঁতুলঝোড়া শ্রমিক দলের সভাপতি) (৪৫), পিতা-শহর আলী সরদার, সাং- রাজাঘাট, ৭। আলমগীর হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি) (৪৫), পিতা- ইনতাজ আলী, সাং-ঝাউচর, ৮। মোঃ মহিউদ্দিন (বিএনপি সভাপতি, তেঁতুলঝোড়া, ইউপি) (৫০), পিতা-মৃত মনির উদ্দিন, সাং-রাজফুলবাড়িয়া, ৯। আব্বাস খান (যুগ্ম সাধারণ সম্পাদক তেঁতুলঝোঁড়া বিএনপি) (৪০), পিতা-মৃত ওয়াদুদ খান, সাং-ভড়ারী, ১০। কদম আলী ( সাংগঠনিক সম্পাদক ভাকুর্তা ইউপি) (৪০), পিতা-মৃত আজমত আলী, সাং-চাইড়া, ১১। আইনুদ্দিন মাদবর (সহ-সভাপতি বিএনপি ভাকুর্তা ইউপি) (৫০), পিতা-ফজর আলী, সাং-চাইড়া, ১২। তালাত মাহমুদ (সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা যুবদল) (৪২), পিতা-মৃত তোতা মিয়া, সাং-মুশুরীখোলা, ১৩। হুমায়ুন কবির (যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি) (৫৫), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-বাজার রোড (রানার বাড়ির ভাড়াটিয়া), ১৪। মোঃ আলী (সাবেক কাউন্সিলর ৭নং ওয়ার্ড, পৌর যুবদলের সভাপতি) (৬২), পিতা-মৃত আফসার উদ্দিন খান, সাং-শাহীবাগ, ১৫। রহমান খান (সদস্য ইউপি বিএনপি) (৫৫), পিতা-মৃত ওয়াজেন খান, সাং-জারী, ১৬। ওবায়দুর রহমান অভি (জেলা ছাত্রদলের সাবেক সভাপতি) (৪৭), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-সিটি সেন্টার সাভার বাসস্ট্যান্ড, ১৭। আশেক আলী মোল্লা (১ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি) (৬০), পিতা- মৃত মুসা মোল্লা,-অমরপুর, ১৮। আজিজুর রহমান (বিএনপি সদস্য) (৪৫), পিতা- মৃত শরাফত আলী, সাং-বক্তারপুর, থানা-সাভার জেলা-ঢাকা, ১৯ সাইফুল ইসলাম @ সাইফুদ্দিন (আহব্বায়ক সাভার উপজেলা বিএনপি) (৫৫), পিতা- মৃত ইমামউদ্দিন ব্যাপারী, সাং-বনগাঁও, ২০। বদিউজ্জামান বদির (সাভার পৌর-বিএনপির সেক্রেটারী) (৪২), পিতা-বাচ্ছেত বয়াতি, সাং-ব্যাংক কলোনী, ২১। মঞ্জু মোল্লা (বিএনপি, যুব বিষয়ক সম্পাদক, সাভার) (৪০), পিতা-আলাউদ্দিন, সাং-কোন্ডা দার্গাপাড়া, ২২। মিনহাজ উদ্দিন বাদল (যুগ্ম আহ্বায়ক সাভার থানা বিএনপি), (৫০), পিতা- বছির উদ্দিন, সাং-পাঁচকানি, কাউন্দিয়া, ২৩ মোঃ গোলাম মোস্তফা (সদস্য সচিব, সাভার থানা বিএনপি), (৫০), পিতা- গরিবুল্লাহ, সাং-বলমা, ২৪। মোশারফ হোসেন মোল্লা (সাভার উপজেলা যুবদল সভাপতি) (৪৭), পিতা-অজ্ঞাত, সাং-ছায়াবিথী, ২৫। খন্দকার মোস্তাক আহম্মেদ রনি (বিএনপি, যুগ্ম সম্পাদক, বনগাও ইউপি) (৪০), পিতা-মৃত মন্টু খন্দকার, সাং-নিকরাইল, ২৬। আব্দুল্লাহ আবুল খায়ের (যুগ্ম আহ্বায়ক সাভার উপজেলা বিএনপি) (৫৫), পিতা-আবু তাহের, সাং-নগরকোন্ডা, ২৭। আনোয়ার মন্ডল (থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক) (৪৫), পিতা-শামসুল হুদা (২) সাধু মন্ডল, সাং-আকরাইন ২৮। হবি (৩৮), (শ্রমিক দল নেতা) পিতা-অজ্ঞাত, সাং- রাজাঘাট, ২৯। রাশেদুল আহসান রাশেদ (জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক) (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-কাতলাপুর, ৩০। নজরুল ইসলাম খান (যুবদল, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা,) (৪৪), পিতা-অজ্ঞাত, সাং-কাতলাপুর, সর্ব থানা-সাভার মডেল, জেলা-ঢাকাসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা আরও অনেক নেতাকর্মী।