মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও তার জন্মদিন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম শাহীবাগ আবাসিক এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দাউদ হোসেন খান (কচি)।
সময় বক্তারা তারেক রহমান ৩১ দফা সকলের মাঝে তুলে ধরেন ও লিফলেট বিতরণ করেন। উঠান বৈঠকে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও তবারক বিতরণ করা হয়। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুর রাজ্জাক ও সিরাজুল ইসলাম, সাভার থানা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল গফুর ও সহ-সভাপতি খোরশেদ আলম, পৌর জিয়া মঞ্চের সাধারন সম্পাদক সাগর খান প্রমূখ। এ সময় অন্যান্য বক্তারা বিএনপি দলীয় প্রার্থী ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বাবু) পক্ষে সকলের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।