বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভার বাসস্ট্যান্ডের ফুটপাতের অবৈধ ভাসমান দোকানে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। আজ রবিবার দুই দফায় এ উচ্ছেদ অভিযানে ফুটপাতের প্রায় ৭শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। তার সাথে ছিলেন ওসি ইন্টালিজেন্স আব্দুল্লাহ বিশ্বাস।
জানাযায়, দীর্ঘ দিন যাবৎ ঢাকা- আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের উভয় পাশ দখল করে অবৈধ ভাবে ব্যবসা করে আসছিল হকার্সরা। যার ফলে সাধারণ পথচারীদের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হতো। এছাড়াও দুটি ফুটওভার ব্রিজের উপরে ভাসমান দোকান থাকায় জনদূর্ভোগ সৃষ্টি হতো। সেই মাহাসড়কের উপর দোকানপাট থাকায় ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে যাত্রীবাহি বাস ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতো। এজন্য যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
তবে উচ্ছেদের পরে ফাঁকা ফুটপাতে চলতে পেরে খুশি সাধারণ পথচারিরা। অন্যদিকে উচ্ছেদের দোকান ভাঙ্গাপড়া হকার্সরা হতাশা প্রকাশ করেছে। তবে উচ্ছেদ অভিযানে হকার্সদের পক্ষ থেকে কোন প্রকার বাধা দেওয়ার খবর পাওয়া যায়নি। অভিযান শেষে জবদকৃত মালামাল পিকআপে করে নিয়ে যায় পুলিশ।
উচ্ছেদ অভিযান শেষে ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ফুটপাতে হকারদের বসার কারণে পথচারিদের চলাচল ও সার্ভিস লেনে বাস যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। তার জন্যই উচ্ছেদ অভিযান। হকার্সরা যাতে পুনরায় দোকান বসাতে না পারে সে জন্য আমাদের টহল চলামান থাকবে।