বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
সিংগাইর ( মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গাজিন্দা গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে ।
এতে চোরেরা ওই বাড়ি থেকে নগদ তিন লাখ টাকা নিয়ে গেছে ।
জানা গেছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের পশ্চিমপাড়া জোনাব আলীর বাড়িতে এক দুঃসাহসিক ছুটির ঘটনা ঘটে। ওই বাড়ির তালাবদ্ধ ঘর থেকে সিন্দুক ভেঙে নগদ তিন লাখ টাকা নিয়ে যায়।
গৃহকর্তার স্ত্রী সালেহা বেগম জানান, কয়েকদিনের ডাকাত আতঙ্কের কথা শুনে বাড়িতে থাকা নগদ টাকাগুলো টিনের ঘরে সিন্ধুকে তালা দিয়ে রেখে দেয়া হয়। ওই ঘরের তালা ভেঙে রাতে কোনো এক সময় চুরি করে টাকাগুলো নিয়ে যায়। তিনি আরো বলেন, টাকার সাথে ওই ঘর থেকে অন্য আরো কিছু মালামাল পাশের চকে ফেলে রেখে যায় ।
অপরদিকে, একই রাতে ওই গ্রামের হাজী মো: হামিদ মিয়ার বাড়িতেও ঘরের তালা ভেঙে মালমাল লুট করার চেষ্টা করে চোরেরা। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন,চুরির ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ নিয়ে আসেনি।