বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খালপাড়া থেকে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে ১৩ জন জুয়াড়িকে আটক করেছেন থানা পুলিশ।
আটককৃতরা হলেন-ওই এলাকার মৃত আদর আলির ছেলে চাঁন মিয়া (৩০), বিল্লাল হাজীর ছেলে মোবারক (৪০), মৃত আব্দুল আলীর ছেলে আব্দুল মান্নান মিয়া (৪৭), মৃত আব্দুল খালেকের ছেলে মজনু মিয়া (৩০), মৃত মোসলেম খানের ছেলে উজ্জ্বল খান (৩০), মৃত. মনছের খানের ছেলে সেলিম খান (৩২), দেলু মিয়ার ছেলে ছাবি (২৭), মৃত আব্দুল লতিফ খানের ছেলে দেলোয়ার খান (৫৯), ফজল মোল্লার ছেলে ফারদিন (১৮), মৃত চাঁন মিয়া মোল্লার ছেলে হারুন মোল্লা (৫৫), ধল্লা পূর্বপাড়া গ্রামের মোকলেছ মিয়ার ছেলে সুজন (২৫) ফোর্ডনগর খান পাড়া মহল্লার মৃত.ফজলুর রহমান খানের ছেলে বাবুল খান (৪৮), বাস্তা (বড় পাড়া) মহল্লার মৃত আব্দুল বেপারির ছেলে মো. সেলিম(৫০)।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ধল্লা ফোর্ডনগর খালপাড়া চাঁন মিয়ার বাড়ির ওঠানে টাকা দিয়ে টাস খেলছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তি জানতে পেরে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে উপ-পুলিশ পরির্দশক মাহফুজ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের হাতে-নাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২ পেটি টাস ও নগদ বাইশ হাজার তিনশত সত্তর টাকা উদ্ধার করে জব্দ করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন-আটককৃতদের জুয়ারি আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।