বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর-চাড়াভাঙ্গা গ্রামে তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে আইসক্রিমের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠেছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ঘটনার সাথে জড়িত প্রতিবেশী আব্দুর রহিমকে (৬০) আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে মঙ্গলবার (১ জুন) দুপুরে পরিবারটির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।
অভিযুক্ত রহিম ওই গ্রামের মৃত নয়ন খাঁর পুত্র ও ৩ সন্তানের জনক।
জানা গেছে, গত শুক্রবার (২৮ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে রহিম প্রতিবেশী তৃতীয় শ্রেনীর ওই ছাত্রীকে আইসক্রিম কিনে দেয়ার লোভ দেখিয়ে ভিকটিমের বাড়ির দক্ষিণ পাশের পেঁপে ক্ষেত সংলগ্ন পরিত্যক্ত মেশিন ঘরে নিয়ে উলঙ্গ করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির দাদী নাতনীকে খোঁজতে গিয়ে ঘটনাস্থলে রহিমের কবল থেকে ভিকটিমকে উদ্ধার করে। পরে বিষয়টি স্থানীয় ঝর্না মেম্বারের মধ্যস্থতায় অভিযুক্তের ভাই নুরুল ইসলাম ও পুত্র সোহেলের মাধ্যমে মিমাংসার চেষ্টা করা হলে শিশুটির পরিবারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করেন। পরে সোমবার (৩১ মে) শিশুটির দাদী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় ঝর্না মেম্বার বলেন, ঘটনাটি শুনে আমি গিয়েছিলাম। শিশুটির পরিবারের লোকজন আমার কাছে আসার কথা থাকলেও পরে আসেননি।
এ প্রসঙ্গে অভিযুক্ত রহিমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে রির্পোট না করার জন্য অনুরোধ করেন তিনি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে মামলা নেয়া হবে।