সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। তারা চিহ্নিত ব্যবসায়ি বলে পুলিশের দাবি। সোমবার(৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত হচ্ছে-ঢাকা জেলার ধামরাই উপজেলার ফোর্ডনগর ফকিরপাড়া গ্রামের আব্বাছ ওরফে আববনের ছেলে রায়হান(৩০),সাভার উপজেলার গেন্ডা (টিয়াবাড়ি) গ্রামের আনছার আলীর ছেলে আশিক(২৮) একই গ্রামের মৃত বাদশা মোল্লার ছেলে কোরবান হোসেন(২৭)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো যায়,সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে সিংগাইর থানার এসআই শেখ তারিকুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকুস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সোয়া ৮ টার দিকে উপজেলার ধল্লা লক্ষীপুর এলাকার জনৈক সোরহাব মিয়ার বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে আটক করেন পুলিশ।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা দিয়ে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।