শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় করোনায়ও দমাতে পারছে না মাদক বিক্রির কার্যক্রম। থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মাদক ব্যবসায়ী মোঃ রাজিব হোসেন (২০)। সে উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ব বাস্তা গ্রামের মোঃ আলাউদ্দিনের পুত্র।
মানিকগঞ্জ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার (২৯জুন) সিংগাইর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাস্তা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের সামনের ফাঁকা জায়গা থেকে বেলা ১টারদিকে রাজিবকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্য রাখা ১০পিস ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে সিংগাইর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক) ধারায় রাজিবের বিরুদ্ধে মামলা হয়েছে।
এসএস