রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ শনিবার দুপুরে ধল্লা-ফোর্ডনগর পুলিশ বক্সের সামনে আঞ্চলিক মহাসড়কে তল্লাশি চালিয়ে ৮৪ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়িকে আটক করেন। সেই সাথে তাদের ব্যবহ্নত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৮৯৪০) জব্দ করেন।
আটককৃতরা হচ্ছে-মাদারীপুর জেলার ব্রাম্মদিয়া গ্রামের লালমিয়া হাওলাদারের পুত্র সুমন(২৬), শরিয়তপুর জেলার চৈতালিয়া গ্রামের নরুল হকের পুত্র শান্ত (২৩), সুনামগঞ্জ জেলার বাঘামারা গ্রামের নরুল ইসলামের পুত্র শাহ আলম (২৮) ও নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ব্রাম্মনগাঁও গ্রামের মৃত আবুবকর সিদ্দিকের পুত্র আনোয়ার (৩২) । এদের মধ্যে শান্ত উপজেলার ধল্লা গ্রামের মোন্তাজ মিয়ার মেয়ের জামাই বলে জানা গেছে।
ধল্লা-ফোর্ডনগর পুলিশ বক্সের ডিউটিরত এসআই গোলাম মোস্তফা বলেন, দুপুর ১ টার দিকে সাভার থেকে প্রাইভেটকারটি সিংগাইরে ঢুকার সময় প্রবেশদ্বার পুলিশ বক্সের সামনে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
এসএস