মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভর্তি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে ওই সড়কের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌড়ি-ঝিটকার কান্ট্রি ফিল্ড ডেইরী ফার্মের ৩ টি ষাঁড় গরু পিকআপে করে ঢাকা নেয়ার পথে সিংগাইর উপজেলার গাড়াদিয়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে ছিনতাইকারীরা বেরিকেড দেয়। এ সময় পিকআপ চালক মাহবুব উল্লাহ ও তার ২ সহযোগীকে মারধর করে গরু ভর্তি পিকআপটি নিয়ে ছিনতাইকারীরা জেলা সদরের দিকে চলে যায়। এ ঘটনায় চালক মাহবুব উল্লাহ বাদী হয়ে বুধবার (৬ এপ্রিল) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, ছিনতাইকৃত পিকআপ ও গরু উদ্ধার অভিযান অব্যাহত আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিংগাইর অথবা হরিরামপুর থানায় মামলা নেয়া হবে।