শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার গোবিন্দল নতুন বাজার বাসস্ট্যান্ড মহল্লা থেকে গ্রাহকদের টাকা নিয়ে উধাও হওয়া হায়-হায় কোম্পানী ব্যবসায়ী সঞ্চয় সমিতি গাজী গ্রুপের বিরুদ্ধে অবশেষে মামলা হয়েছে।
ভুক্তভোগী গ্রাহকদের পক্ষ থেকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের কাসেম মোল্লার পুত্র মহিউদ্দিন মোল্লা বাদী হয়ে সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে- বাড়ির মালিক আব্দুস ছাত্তারের ছোট বোন ক্যাশিয়ার পদধারী ঝর্ণা আক্তারসহ অজ্ঞাত ৭/৮ জন।
মামলার এজাহার সূত্রে প্রকাশ, ঝর্ণা আক্তারের যোগসাজশে ব্যবসায়ী সঞ্চয় সমিতি গাজী গ্রুপের নামধারী একাধিক কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীসহ ৩২ জন গ্রাহককে ঋণ দেয়ার কথা বলে তাদের কাছ থেকে ৬ লক্ষ ৪০ হাজার ৭৯০ টাকা সঞ্চয় হাতিয়ে নিয়ে গত ১০ ডিসেম্বর উধাও হয়। পরদিন গ্রাহকেরা ঋণ নিতে ওই অফিসে গেলে তালাবদ্ধ দেখতে পায়। এ নিয়ে গত ১৮ ও ১৯ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রহিম বলেন, ২ জন সুনির্দিষ্টসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
এসএস