বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৩ মে থেকে ৫ দিনব্যাপি মানিকগঞ্জের সিংগাইর শুরু হতে যাচ্ছে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম। এ উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা কবিরের সভাপতিত্বে ও এমডিভি‘র সুপারভাইজার মোঃ ইসতিয়াক ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারুক আহমেদ, ভেটেরিনারী সার্জন ডা. ফারজানা খানম, ইউপি চেয়ারম্যান-মুসলেম উদ্দিন চৌকদার, মোঃ রমজান আলী, মোঃ শওকত হোসেন বাদল, থানার সেকেন্ড অফিসার মাহফুজ রানা, সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মোঃ কোহিনূর ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ ও খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ প্রমুখ।
অবহিতকরণ সভায় জানানো হয়-কুকুরের কামড় বা আঁচড় ছাড়াও বিড়াল, শিয়াল, বেজি ও বানরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়। এ রোগ প্রতিরোধে ২০১১ সাল থেকে সারাদেশে এ টিকাদান কর্মসূচী চালু হয়েছে। এ সকল কার্যক্রমের পাশাপাশি জলাতঙ্ক রোগ সম্পর্কে জনসচেতনতার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অবহিতকরণ করা হয়ে থাকে। এবার টিকাদান কর্মসূচীতে উপজেলার প্রতিটি ইউনিয়নে ২টি করে টিম কাজ করবেন। যাতে ৭০ ভাগ বেওয়ারিশ কুকুর জলাতঙ্ক টিকার আওতায় আসে। টিকা প্রাপ্ত কুকুরগুলোর সংস্পর্শে বাকি ৩০ ভাগ কুকুরের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি করে।
অবহিকরণ সভায় এলাকার গণ্য্যমান্য ব্যক্তি, রিসোর্স পার্সন ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।