সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
মানিকগঞ্জের সিংগাইরে জাল টাকা উদ্ধারসহ দ্বীপ্ত মন্ডল ওরফে তন্ময়(৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
শুক্রবার(৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া দ্বীপ্ত মন্ডল ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চন্দ্রখোলা গ্রামের মৃত.সুভাষ মন্ডলের ছেলে।
থানা সূত্রে,পুলিশ জানায়,সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে এসআই মাহফুজুল হাসান এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার জয়মন্টপ কাঁচা বাজার মোতালেব স্টোরের সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ১২টি এক হাজার টাকা জাল নোট মোট ১২ হাজার টাকা উদ্ধারসহ দীপ্ত মন্ডলকে আটক করেন পুলিশ।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান,আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা নিয়ে করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরোও জানান, আসামী দ্বীপ্ত মন্ডল (তন্ময়) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৩ টি মাদক মামলা রয়েছে।