Dailybdnews360.Com
- ১৯ মে, ২০২১ / ১৯৪ বার পঠিত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে গত ১৫ দিনে ট্রাক চাপায় ৫ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আপনজন হারানোর বেদনায় নিহতের পরিবারগুলোতে বইছে শোকের মাতম। আপনজনের বিয়োগ ব্যথা থাকলেও তাদের পরিবারগুলো মামলা-মোকদ্দমার ঝামেলা এড়াতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করছে। তবে পুলিশ বলছেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ মে সকালে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিন্যাডাঙ্গী বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় প্রাণ হারান গার্মেন্টস কর্মকর্তা মো. নজরুল ইসলাম বাবুল (৪১)। সে ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের আব্দুল আজিজ ব্যাপারির পুত্র ও ১ সন্তানের জনক। একই দিন ভোরে বাস্তা বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় আহত হন সুদক্ষিরা মোল্লাবাড়ি মসজিদের ইমাম রহুল আমীন (৫২)। পরদিন চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার পৈত্রিক বাড়ি পটুয়াখালী জেলায় হলেও শ্বশুর বাড়ি ধল্লা গ্রামে জমি কিনে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করতেন।
গত ১৫ মে বিকেলে স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলযোগে ঘুরতে গিয়ে সিংগাইর-সিরাজপুর সড়কের মূলবর্গ মোড়ে ট্রাক চাপায় প্রাণ হারান আরিফুল ইসলাম (২৭)। এ সময় তার স্ত্রী রুমা আক্তারও গুরুতর আহত হন। নিহত আরিফুল আঠালিয়া গ্রামের রিয়াজুল ব্যাপারির পুত্র ও এক সন্তানের জনক। গত ১৭ মে দুপুর সাড়ে ১২ টারদিকে সিংগাইর-মানিকনগর সড়কের দক্ষিণ লক্ষ্মীপুর (ঝিগাতলা) ব্রীজের কাছে ট্রাক চাপায় নিহত হন হাতেম আলী (৭৮) ও সিএনজি যাত্রী নারায়ণচন্দ্র মন্ডল (৪৯)। হাসপাতালে নেয়ার পথে উভয়েরই মৃত্যু হয়। নিহত হাতেম আলী লক্ষ্মীপুর গ্রামের মৃত অহেদ আলীর পুত্র ও নারায়ণ সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার কুকারামচন্দ্র মন্ডলের পুত্র।
এদিকে, গত ১৫ দিনে ট্রাক চাপায় ৫ ব্যক্তি নিহতের ঘটনায় ওই পরিবারগুলোতে বইছে শোকের মাতম। এ ছাড়াও অহরহ ঘটছে দুর্ঘটনা, আহত হয়েছেন অনেকেই। বিশেষ করে আঞ্চলিক মহাসড়কটিতে উঠতি বয়সের ছেলেদের বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর ফলে সড়ক দুর্ঘটনা থামছে না। রোধকল্পে এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম মোল্লা বলেন, নিহতের পরিবাগুলো কেনো যে মামলা করছেন না বুঝতে পারছি না। আমি বেপরোয়া গতিতে হাইড্রোলিক হর্ন বাজিয়ে ট্রাক চালানোসহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেব।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের ময়না তদন্তের বিষয়টি থানা পুলিশের ব্যাপার। হাইড্রোলিক হর্ন বাজিয়ে গাড়ী চালানো রোধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। উঠতি বয়সের যুবকদের মোটরসাইকেল দ্রুত গতিতে চালানো বন্ধে অভিভাবকদের সচেতন হওয়া জরুরী বলেও জানান তিনি।