বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
সিংগাইর-হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাপায় আবারো এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. সালাহউদ্দিন ওরফে মিল্টন (৪৭)। তিনি উপজেলার চারিগ্রামের মৃত শাহাবুদ্দিন মাস্টারের ছেলে ও এক সন্তানের জনক। সে সিংগাইর সদর বাসস্ট্যান্ডে অবস্থিত আফ্রিদী মটরস ও বাজাজ শো-রুমের মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ১১ টারদিকে সড়কটির ভাকুম বক্স কালভার্টের কাছে ঢাকাগামী ট্রাক মিল্টনকে চাপা দিলে সে মারাত্মক আহত হন। পরে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে বাজাজ শো-রুমের মালিক মোঃ নজরুল ইসলাম জানান। তিনি আরো জানান, শো-রুমের কাজে ওই দিন দুপুরে মিল্টন মোটরসাইকেল নিয়ে ঢাকায় যান। কাজ শেষে রাতে বাড়ির ফেরার পথে রাত পৌনে ১১টারদিকে সড়কের ভাকুম এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি মিল্টনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। পরে সাভার থানা পুলিশের সহায়তায় সুরতহাল রিপোর্ট শেষে লাশের ময়না তদন্ত সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলেও তিনি জানান। নিহতের পরিবারে বইছে শোকের মাতম।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, থানায় অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
উল্লেখ্য , গত ১৫ দিনে ট্রাকের চাপায় মিল্টন ছাড়াও এ অঞ্চলে আরো ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।