শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ডাঃ মঈন আই কেয়ার নেট ওয়ার্কের মাধ্যমে মাঠ পর্যায়ে পৌঁছে দেয়া হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা। ইতিমধ্যে ঢাকা জেলার ধামরাইয়ের ঢুলিভিটা, খরারচর, সাভারের পল্লী বিদ্যুৎ ও মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়িতে এ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। সোমবার ( ১০ আগস্ট) সকাল ১০ টারদিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা এলাকায় রোকেয়া চক্ষু সেন্টার নামে আরো একটি সেবা কেন্দ্র চালু করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠ শিল্পী মমতাজ বেগমের স্বামী ও মমতাজ চক্ষু হাসপাতালের চীফ সার্জন ডা. এএসএম মঈন হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মঈন হাসান বলেন, তৃণমূল পর্যায়ে জনসাধারণ যাতে ভুইফোঁর হাসপাতালে ফ্যাক অপারেশনের নামে প্রতারিত না হয়। পাশাপাশি প্রকৃত চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সম্প্রসারিত হবে।
তিনি আরো বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান চক্ষু শিবির করে মাঝে মধ্যে সেবা দিলেও সেটা স্থায়ী নয়। এতে সমস্যার সৃষ্টি হয়। যা পরবর্তীতে সু-চিকিৎসায় সমস্যা হয়। এ সেবা কেন্দ্র থেকে সঠিক ও নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা দেয়া সম্ভব। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূইয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী চাঁন মিয়া, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ, শিক্ষক মোঃ হাবিবুর রহমান বাহার ও ওই সেন্টারের ডিওএলভি রোজিনা আক্তার প্রমুখ।
এসএস