শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। সেইসাথে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাকৃতরা হচ্ছে- ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দড়িকান্দা গ্রামের নুরু খার পুত্র মোঃ ফালু (৩৭), মাদারীপুর সদর উপজেলার খোয়াইজপুর গ্রামের মৃত আঃ হাই মৃধার পুত্র রিপন (৩৭), মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার তন্ত্রখোলা গ্রামের আমির উদ্দিনের পুত্র লালন (৩৮) ও সিংগাইর উপজেলার পারিল খোয়ামুড়ি গ্রামের সোনা মিয়ার পুত্র মহিদুর ওরফে শামীম(২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি রকিবুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার(২৪ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের দক্ষিণ পাড়া চকে জনৈক বাহাদুরের ভিটার পূর্ব পাশে কাচা রাস্তা থেকে ডাকাতির প্রস্তÍুতিকালে ফালু, রিপন ও লালনকে আটক করা হয়। সেই সঙ্গে তাদের কাছ থেকে ১টি হাইড্রোলিক কাটার,সেলাই রেঞ্জ, ৩টি চাকু,২টি লোহার নাকচিরা ও পুরাতন চাদরের কাটা অংশ উদ্ধার করা হয়। আটককৃত ৩ জনের স্বীকারোক্তি অনুযায়ী পরে মহিদুর ওরফে শামীমকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে থানার এস আই আমিনুর বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএস