শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : অন্যের পরিচয়ে ভুয়া দাতা সেজে জমির দলিল সম্পাদন করে দেয়ার সময় গ্রেফতার হয়েছেন দলিল লেখকসহ ৮ প্রতারক। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থানা পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, বরিশাল জেলার মুলাদী উপজেলার চরমালিয়া গ্রামের রশিদ বেপারীর পুত্র মোঃ হেলাল (৩৪), ফরিদপুর জেলার কোয়াতলী উপজেলার সাদিপুর গ্রামের মোঃ সিকন্দার আলীর পুত্র আরিফুল (৩৩), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রাজপাড়া গ্রামের মোঃ মোশারফ হোসেনের পুত্র মঞ্জুর(৩৯), কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মোঃ রুবেল মিয়া (৩২), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আয়শাবাগ গ্রামের মফিজুর মিছির পুত্র জাহাাঙ্গীর মিয়া(৩০), জামালপুর সদর উপজেলার বায়াটা গ্রামের মোঃ শহিদুল্লাহর পুত্র রিপন আলম (৩১), মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চরদূর্গাপুর গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র আব্দুল হাকিম (৪৮) ও একই জেলার দৌলতপুর উপজেলার উত্তরপাড়া গ্রামের মোবারক মন্ডলের পুত্র ইউসুফ (৪০)।
গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল হাকিম সিংগাইর সাবরেজিষ্ট্রি অফিসের লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক। বাকিরা রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তারা প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে পুলিশ জানায়।
পুলিশ আরো জানান, গত সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩ টারদিকে গ্রেফতারকৃতদের সাথে আরো ৭ জন পরস্পর যোগসাজশে কামুড়া মৌজার আরএস ৪৭৯ দাগের জমি সিংগাইর সাবরেজিষ্ট্রি অফিসে জাল জলিল সম্পাদন করতে আসেন। এ সময় কম্পোজকৃত ১৫ পাতার দলিল রেজিষ্ট্রি করার জন্য অফিস সহকারি মোঃ সাদিকুর রহমানের কাছে উপস্থাপন করলে তার সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে মূল রহস্য বেরিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ ৮ জনকে গ্রেফতার করেন। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় অফিস সহকারি মোঃ সাদিকুর রহমান বাদি হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, গ্রেফতাকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
এসএস