বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর নাসির হত্যা মামলার ২ নাম্বার আসামী হাবিবুর রহমান হাবুকে (৩৫) গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত হাবু উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামের হাজী সফর আলীর পুত্র।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে চাঞ্চল্যকর নাসির হত্যা মামলার আসামী হাবুকে বুধবার (১১ আগস্ট) ভোররাতে ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। হত্যা মামলার মূল আসামী লাবুসহ এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ১০ জুন রাত ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসষ্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপ নাসিরকে কুপিয়ে হত্যা করে।