শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ পরিচয়ে প্রতারণার ঘটনা ঘটেছে । প্রতারক চক্র গৃহকর্তীসহ দুই মেয়েকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বনর্ণালংকারসহ ২ লক্ষ টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর পৌরএলাকার মৃত সাদেক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানাযায়, পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিউ মার্কেটের উত্তর পাশে চর আজিমপুর মহল্লায় মৃত সাদেক আলীর স্ত্রী গৃহকর্তী আশেদা বেগম তার মেয়ে শাহেদা আক্তার ও রুপা ঘরে বসে টিভি দেখছিলেন।
এ সময় পুলিশ পরিচয়ে ৩ জন লোক ঘরে ঢুকে ওই পরিবারের নামে ইয়াবা বিক্রির অভিযোগ আছে অজুহাতে সবাইকে জিম্মি করে। এরপর ঘরে ইয়াবা আছে বলে তল্লাশী চালিয়ে আলমারি থেকে স্বর্ণালংকারসহ নগদ ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় ।
এ ঘটনার পরিবারের লোকজন ডাকাত বলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুরো এলাকায় মাইকিং করা হয়। খবর পেয়ে সিংগাইর থানার এস আই আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান বলেন, পুলিশের জ্যাকেট পড়ে প্রতারণা করেছে একটি চক্র। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এসএস