বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:০০ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নয়াপাড়া মোড় এলাকায় কামাল মার্কেটে টয়লেটের গর্ত করতে গিয়ে বালু মাটির চাপা পড়ে কোহিনূর (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত কোহিনুর আকরাম হোসেনের পুত্র। সে কুষ্টিয়া জেলার বাসিন্দা।
কোহিনূর সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নোয়াইজ মিয়ার মেয়ে আমেনাকে বিয়ে করে ওই এলাকার চরদূর্গাপুর গ্রামে বসবাস করতেন বলে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন সময় সে দৈনিক মজুরিতে শ্রমিকের কাজ করতেন।
এলাকাবাসি জানান, জনৈক কামাল পারভেজের মার্কেটের ভিতর রবিবার (৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে একজন শ্রমিক সাথে নিয়ে গর্ত করার সময় কোহিনূর মাটির চাপায় পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
এ প্রসঙ্গে মার্কেটের মালিক কামাল পারভেজ মুঠো ফোনে বলেন, ২ হাজার ২০০ টাকা চুক্তিতে কোহিনুর গর্ত করে টয়লেটের চাক বাসানোর কাজ নেন। তাড়াহুড়া ও অসতর্কতার কারণে বালু মাটির চাপায় তার মৃত্যু হয়। বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা হয়েছে বলেও তিনি জানান।
এসএস