বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : পঞ্চমধাপের পৌর নির্বাচনের তফশিল অনুযায়ী মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) ছিল মনোনয়ন জমার দেয়ার শেষদিন। উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অিফিসার ও রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের কাছে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সেই সাথে কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মেয়র পদে প্রার্থীরা হচ্ছেন-আওয়ামী লীগের আবু নাঈম মোঃ বাশার, বিএনপির বর্তমান মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়, জাতীয় পার্টির আবু বকর সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী জাহাবুল এবং শেখ মোঃ আব্বাস আলী।
এদিকে পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের আশপাশ ছিল উৎসবমুখর পরিবেশ। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। প্রথমে সকাল ১১টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু নাঈম মোঃ বাশার নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে বিএনপি, জাতীয়পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীদ্বয় ও নারী এবং পুরুষ কাউন্সিলরা মনোনয়নপত্র দাখিল করেন।
এসএস