মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) দেওয়ান খলিলুর রহমানকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বাইমাইল ওই উচ্চ বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার দু’শতাধিক লোক অংশ নেন। আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন, ব্যানার ও প্লেকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানানো হয়।
এ সময় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান দুলাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক মঞ্জুরুল আলম, ধর্ম বিষয়ক হারুনুর রশিদ,চর-জামালপুর মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল মজিদ, প্রভাষক জনতা খাতুন, জামির্ত্তা এসজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল আলম,বায়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, জামশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোল্লা, কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুবায়ের হোসেন খান,কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি দেওয়ান জিকরুল ইসলাম, সমাজ সেবক দেওয়ান রফিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহনকারীরা জড়িতদের শাস্তির দাবী করেন ।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মাসুদ রানার পিতাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়। লিখিত অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, সোমবার (১০ জানুয়ারি) উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে চলাকালীন সময়ে বিকেল ৩ টার দিকে স্থানীয় মাসুদরানা (১৭) ও নাজমুল হোসেন (১৭) সহ অজ্ঞাতনামা ৮/১০ জন মেয়েদের উত্যক্ত করলে আইসিটি শিক্ষক দেওয়ান খলিলুর রহমান বাধা দেন। এ সময় তারা ওই শিক্ষককে মারধর করে।