শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর আটিপাড়া গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ হাবুল (৪০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হাবুল ওই গ্রামের মৃত ফজলের পুত্র। এ ঘটনায় রবিবার (১১ অক্টোবর) শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ভিকটিমের পরিবার ও এজাহার সুত্রে জানা যায়, শনিবার (১০) অক্টোবর সকাল সাড়ে ৭ টার দিকে শিশুটি প্রতিবেশি গগন মাধবরের বাড়ির ওঠানে খেলা করতেছিল।
এসময় চকলেটের লোভ দেখিয়ে হাবুল ওই বাড়ির নির্মাণধীন বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে । শিশুটির চিৎকারে খোকা মাধবরসহ স্থানীয়রা এগিয়ে এসে হাবুলকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।
ভিকটিমের পিতা অভিযোগ করে বলেন, আসামি হাবুল ইতিপূর্বেও তার মেয়েকে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে।
এসএস