সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বাইমাইল এলাকার জনৈক সাইদুল ইসলামের দোকানের পশ্চিম পাশে আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে এ অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, প্রাথমিক ভাবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং লাশের জখমের চিহ্ন দেখে ও ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থায় ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধ লোকটির মৃত্যু হয়েছে ।
তার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।