রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই স্কুলের শিক্ষক সাইফুল ইসলামকে (৩০) আজ বুধবার বিকেল ৪টারদিকে পুলিশ গ্রেফতার করেছেন। গ্রেফতাকৃত সাইফুল ইসলাম এক সন্তানের জনক ও চারিগ্রাম ইউনিয়নের আত্রাইল গ্রামের মাসম আলীর পুত্র।
গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, ২ বছর আগে সাইফুল ইসলাম খন্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর ওই ছাত্রীটিকে স্কুলের অদূরে তার নানার বাড়িতে প্রাইভেট পড়াতেন। গত ডিসেম্বরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ছাত্রীটিকে সে ধর্ষণ করে। এতে ওই ছাত্রী মানুষিকভাবে ভেঙ্গে পড়ে। সেদিনই ছাত্রী তার ডায়রীতে ধর্ষণের বিষয়টি উল্লেখ করে আত্মহননের সিদ্ধান্ত লিপিবদ্ধ করে। তার মানুসিক অবস্থার কথা সহপাঠিরা জানতে পেরে আজ বুধবার দুপুরে বিষয়টি প্রধান শিক্ষককে জানান। আমিনুর রহমান আরো জানান, আমি ছাত্রীটিকে নিয়ে ইউএনও মহোদয়ের সাথে সাক্ষাত করলে তিনি বিস্তারিত শুনে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের নির্দেশ দেন।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ইতিপূর্বে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম আরও একজন ছাত্রীকে ধর্ষণ করেছিলো। ঘটনাটি তখন স্থানীয়ভাবে ধামাচাপা দেয়া হয়েছে।
এসএস