বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর ডিগ্রী কলেজের ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিরু হত্যাকান্ডের ঘটনায় বুধবার (৩ মার্চ) থানায় মামলা হয়েছে। নিহত মিরুর বড় ভাই রিয়াজুল করিম বাদী হয়ে ১২ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। এরআগে লাশ ময়না তদন্ত সম্পন্ন করে মঙ্গলবার (২ মার্চ ) রাত ১১ টায় জানাজা শেষে স্থানীয় আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারভুক্ত ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হচ্ছে, পৌর এলাকার আজিমপুর মহল্লার আব্দুর রাজ্জাক ওরফে ধোনাই মোল্লার পুত্র ইমরান মোল্লা (২০) ও সোহান মোল্লা (১৭) এবং সিএনজি চালক পার্শ্ববর্তী নয়াডাঙ্গী মহল্লার শামসুল হকের পুত্র ইমান আলী (৩০)। গ্রেফতারকৃতদের মধ্যে ইমরান ও সোহান হত্যাকান্ডের মূলহোতা সিংগাইর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা মোঃ দুলাল এবং সিংগাইর উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আঙ্গুর মোল্লার ছোট ভাই।
মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার ওসি মোঃ রকিবুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ৩ জনই মামলার এজাহারভুক্ত আসামী। হত্যাকান্ডের পরেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সেই সাথে হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি সিএনজি, ১টি মোটর সাইকেল ও রক্তমাখা কাপড়সহ ১টি ছেনি উদ্ধার করা হয়েছে। হত্যার মূল রহস্য উদঘাটিত হয়েছে বলেও তিনি জানান।
এদিকে, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর নির্বাচন পরবর্তী ক্ষমতাসীন দলের মধ্যে এমন নৃশংস হত্যাকান্ডে পুরো এলাকা স্তব্ধ হয়ে পড়েছে। রাজনৈতিক কোন্দল নিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে এরকম হত্যাকান্ড সিংগাইরে এটাই প্রথম।
পুলিশের পাশাপাশি আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন ইউনিট মিরু হত্যাকান্ডের ছায়া তদন্ত করছেন। তারা এ হত্যাকান্ডের ঘটনাটি গভীরভাবে খতিয়ে নেপথ্যের কারণ খুঁজছেন বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ। মামলার বাদী নিহত ভিপি মিরুর ভাই রিয়াজুল করিম জানিয়েছেন এ হত্যাকান্ডের বিচারের দাবীতে বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হবে। এতে সকলকে অংশগ্রহণের আহবান জানান তিনি।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোঃ রেজাউল হক জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করে হত্যাকান্ডের মোটিভ উদঘাটনে সক্ষম হয়েছি। ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১ মার্চ দিবাগত গভীর রাতে ভিপি ফারুক হোসেন মিরু উপজেলা চত্বর সংলগ্ন বিএডিসি গোডাউনের উত্তর পাশের রাস্তায় হামলার শিকার হন। (২ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিংগাইরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভিপি মিরু হত্যায় ১২ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ৩