মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
তৃনমূল পর্যায়ে জন অংশগ্রহণ . স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুর ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.শাহাদৎ হোসেনের সভাপতিত্বে ইউপি সচিব মো. নুরুজ্জামান মোট ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৪২ টাকার এ বাজেট ঘোষণা করেন। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২ লাখ ১৬ হাজার ৪১০ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৯৩২ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্নব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোরঞ্জন ঘোষ ও সাধারণ সম্পাদক মো.মহিদুর রহমান প্রমুখ। এ সময় ইউপি সদস্য , গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।