বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
গত শুক্রবার সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র্যাব-৯ এর এক অভিযানে ৭ হাজার ২০০ কেজি পেঁয়াজ জব্দসহ দুই জনকে আটক করে। জব্দকৃত পেঁয়াজ শাহপরান থানায় হস্তান্তর করা হয়। পরে এসব পেঁয়াজ কিভাবে বিক্রি করা হবে এ বিষয়ে আদালতের অনুমতি চায় পুলিশ। রবিবার পর্যন্ত আদালতের আনুমতি না আসায় পেঁয়াজ নিলামে বিক্রি করা যায়নি বলে জানিয়েছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম চৌধুরী।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, ৭ হাজার ২০০ কেজি পিয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। যার আনুমানিক মুল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা। ট্রাকভর্তি পেঁয়াজের সাথে সিলেটের গোয়াইনঘাট এলাকার মিত্রাকেল গ্রামের বাসিন্দা লায়েছ উদ্দিন ও রাজশাহীর মো. মিরাজ আলীকেও আটক করা হয়। তারা ওই পিয়াজ ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে জানান। তবে ভারত থেকে বাংলাদেশে কিভাবে এ পেঁয়াজ আসল বা কারা কারা এর সাথে জড়িত এমন তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
এদিকে নির্ধারিত মূলের বেশী মূল্যে যাতে পেঁয়াজ বিক্রয় না করেন ব্যবসায়ীরা এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসন তৎপর রয়েছে।
এসএস