মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সিলেটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতাল থেকে পালানো সেই সৌদি ফেরত নারী এখন কোয়ারেন্টাইনে।
মঙ্গলবার রাত ১০টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের লোক ওই নারীর পরিবারকে বুঝিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতলে ভর্তি করিয়েছেন। সেখানে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র এসব তথ্য নিশ্চিত করেন।
বুধবার বিকালে তিনি জানান, বর্তমানে ওই নারী স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সকালে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে যোগাযোগ করে ওই নারী বিস্তারিত তুলে ধরেন। রোগীর তথ্য শুনে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, ওই নারীর রক্ত পরীক্ষা করানো প্রয়োজন নেই। তিনি সুস্থ আছেন। আপাতত তাকে কোয়ারেন্টাইনে রাখলেই চলছে।
এর আগে মঙ্গলবার দুপুরে সৌদি ফেরত এক নারী জ্বর নিয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারে দেখাতে যান। পরে কর্তব্যরত ডাক্তাররা তার রোগের বিস্তারিত তথ্য শুনে ‘করোনাভাইরাস’ সন্দেহ করেন। একইসঙ্গে তাকে হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দিয়ে প্রয়োজনীয় কিছু পরীক্ষা করানো জন্য লিখে দেন। তিনি পরীক্ষা করানোর কথা বলে হাসপাতাল থেকে উধাও হয়ে যান। পরে ডাক্তাররা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সিলেটের সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করেন।
সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী ৭০ বয়সী এই নারী মোগলাবাজারে ইসলামপুর এলাকার বাসিন্দা।
প্রসঙ্গত, এর আগে গত ৪ মার্চ এক দুবাই প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হলে রক্ত পরীক্ষার রিপোর্টে তার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব না পাওয়ায় তাকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এসএস