সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
গোদাগাড়ী সীমান্তে পতাকা বৈঠকের পর ফিরছেন বিজিবির দল। ইনসেটে মুক্তির দাবিতে ভারতের কারাগারে আটকে থাকা রাজনের মা।ছবি-সংগৃহীত।
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজশাহী সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ। শনিবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে জানা গেছে ওই পাঁচ বাংলাদেশিকে মুর্শিবাদের জেলে পাঠানো হয়েছে।
জানা যায়, রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের বাংলাদেশ অংশ থেকে গত শুক্রবার (৩১ জানুয়ারি) পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। ঘটনা জানার পর বিজিবির পক্ষ থেকে শনিবার পতাকা বৈঠকের আমন্ত্রণ জানালেও আসেনি বিএসএফ। পরে শনিবার বিকাল সাড়ে ৫টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিএসএফ নিশ্চিত করে বাংলাদেশি ৫ জনকে তারা জেলে পাঠিয়েছে।
জেলে পাঠানো ওই ব্যক্তিরা হলেন- রাজন হোসেন (২৫), সোহেল রানা (২৭), কাবিল হোসেন (২৫), শাহীন আলী (৩৫) ও শফিকুল ইসলাম (৩০)। সকলের বাড়ি পবা উপজেলার গহমাবোনা গ্রামে।
বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, বিএসএফ জানিয়েছে ৫ বাংলাদেশিকে মুর্শিদাবাদের জেলে পাঠানো হয়েছে। ওই পাঁচজন যে বাংলাদেশ ভূখণ্ডে ছিল তার প্রমাণ দেওয়া হয়েছে। বাংলাদেশের কাউকে সীমান্তে আটক করা হলে বিএসএফ দুই দেশের চুক্তি অনুযায়ী বিজিবিকে অবহিত করবে অথবা তাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এ বিষয়ে কারণ জানতে চাওয়া হবে বিএসএফ কর্তৃপক্ষের কাছে।
এসএস