রবিবার, ১১ মে ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার : কাসেমিরোর জোড়া গোলে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ইডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল, করিম বেনজেমা ও সার্জিও রামোসকে ছাড়াই খেলতে নামে জিনেদিন জিদানের দল।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে দু’দলের তিনটি গোলই আসে খেলার দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে সাদামাটা ভাবে শুরু হলেও দ্বিতীয়ার্ধে দারুণ ভাব ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। লুকা ইয়োভিচের পাঠানো বল ডি-বক্সের মধ্যে পেয়ে প্রতিপক্ষের জালে জড়াতে একটুও ভুল করেননি কাসেমিরো। জিদানের শিষ্যদের এই আনন্দ অবশ্য খুব বেশিক্ষন স্থায়ী হয়নি। সাত মিনিট পরই বাঁ পায়ের জোরালে শটে বল গোল পোস্টে পাঠিয়ে খেলা সমতায় আনেন সেভিয়ার ডি ইয়ং। তবে কিছুক্ষণ পরই লুকাস ভাসকেসের ক্রসে হেড করে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সেভিয়া। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয় মরক্কোর ফরওয়ার্ড ইয়োসেফ। ফলে ম্যাচের পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
২০ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তালিকার দ্বিতীয় অবস্থানে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস