মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ীতে ইয়াবাসহ জেসমিন আক্তার (৩২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে উপজেলার রাজিবপুর গ্রামের ডাক্তার ইকবাল বাহার চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত জেসমিন উপজেলার রাজিবপুর গ্রামের ডাক্তার ইকবাল বাহার চৌধুরী বাড়ির আনোয়ারুল আজিজ শাকিলের স্ত্রী।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।