সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শামীম হোসেন প্রমানিক।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : আগৈলঝাড়ায় স্কুলছাত্রী অপহরণের ২২দিন পর পাবনার ঈশ্বরদী এলাকা থেকে অপহরণকারী শামীম হোসেন প্রামাণিকে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুতের শ্রমিকের কাজ করতে আসে নাটোরের সিংড়া থানার মারিয়া গ্রামের মোতালেব প্রমানিকের ছেলে মো. শামীম হোসেন প্রমানিক (২১)।
শামীম আগৈলঝাড়ার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদন করে। প্রেমে সারা না পেয়ে ৭ জানুয়ারি ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে শামীম তাকে অপহরণ করে। অপহৃত ছাত্রীর বাবা পরদিন ৮ জানুয়ারি থানায় অপহরণ মামলা দায়ের করেন।
মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুদ্দিন একদল পুলিশ নিয়ে পাবনার ঈশ্বরদীর জয়নগর এলাকা থেকে শামীমকে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করেন। শামীমকে বুধবার রাতে আগৈলঝাড়া থানায় নিয়ে আসেন তদন্তকারী কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে অপহরণকারীকে আদালতে পাঠানো হয়েছে।
এসএস