দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, শ্লোগান দিয়ে পোস্টার লাগিয়ে নেতা হওয়া যায় না। কর্মীরা সব ঠিক আছে, আসল গোলমালের উৎস হচ্ছে মঞ্চ।
দল ভারী করা নেতাদের সমালোচনা করে তিনি বলেন, নেতারা ঘরের মধ্যে ঘর করে মশারির মধ্যে মশারি আত্মীয়করণ করে চৌদ্দপুরুষকে নিয়ে পকেট কমিটি করে। পকেট কমিটি চলবে না, কমিটি করতে গিয়ে খারাপ লোকদের নিয়ে দল ভারী করা যাবে না।
সোমবার (২ ডিসেম্বর) পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন ওবায়দুল কাদের।
ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা ঠিক আছে, নেতাদের মধ্যেই সব সমস্যা বলে মনে করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলকে ঢেলে সাজানোর অংশ হিসেবে বিভিন্ন জায়গায় যে কমিটি হচ্ছে সেখানে কোনো পকেট কমিটি না করতে দলীয় নেতাদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এসএম