বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার : স্পালের বিপক্ষে জুভেন্টাসের লড়াই ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্যারিয়ারে হাজারতম ম্যাচ। গোল করে দলকে জিতিয়ে এটি স্মরণীয় করে রাখলেন তিনি। তার মাইলফলকের ম্যাচে প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়েছেন জুভরা।
বর্ণাঢ্য পেশাদার ক্লাব ক্যারিয়ারে স্পোর্তিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে ৮৩৬ ম্যাচ খেলেন রোনাল্ডো। সব মিলিয়ে ৬২৬ গোল করেছেন তিনি। পাশাপাশি জাতীয় দলের হয়ে ১৬৪ ম্যাচ খেলেছেন সিআর সেভেন। পর্তুগালের হয়ে গোল করেছেন ৯৯টি।
ম্যাচের ৫ মিনিটেই স্পালের জালে বল জড়ান রোনাল্ডো। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। কিন্তু ৩৯ মিনিটে কোনো ভুল ছিল না। হুয়ান কুয়াদরাদোর পাস ধরে ডান পায়ের বজ্রগতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। এ নিয়ে সিরিআয় টানা ১১ ম্যাচে গোল করলেন পর্তুগিজ যুবরাজ। সব মিলিয়ে চলতি আসরে তার গোল হলো ২১টি।
৬০ মিনিটে ব্যবধান বাড়ান র্যামজি। ডান প্রান্ত দিয়ে পাওলো দিবালার বাড়ানো বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিশানাভেদ করেন তিনি। তাতেই মূলত জয় নিশ্চিত হয়ে যায় তুরিনের বুড়িদের।
৯ মিনিট পর অবশ্য পেনাল্টি থেকে গোল করেন আন্দ্রেয়া পেতানিয়া। তবে এতে কেবল স্পালের ব্যবধান কমেছে। ডি-বক্সে দানিয়েলে রুগানি ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে স্পট কিকের বাঁশি বাজান রেফারি।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে মাঠ ছাড়েন রোনাল্ডোরা। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলেন তারা।
তথ্যসূত্র: গোল ডটকম।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস