রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : ছেলে বিপদের মধ্যে রয়েছেন। চলতি বছরের গোড়ার দিকেই এমন আভাস পেয়েছিলেন। হাত গুটিয়ে বসে থাকেননি। গত ২৫ ফেব্রুয়ারি বান্দ্রা থানায় জানিয়েও ছিলেন নিজের আশঙ্কার কথা। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি। নতুন ভিডিও পোস্ট করে এমনই বিস্ফোরক দাবি করলেন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) বাবা।
যতদিন যাচ্ছে, ততই জটিল হচ্ছে সুশান্তের মৃত্যুর তদন্ত। এবার তাঁর বাবা কেকে সিংয়ের নয়া মন্তব্যে নতুন করে বিতর্ক দানা বাঁধল। ভিডিওতে তিনি বলেন, “২৫ ফেব্রুয়ারি বান্দ্রা থানায় জানিয়েছিলাম, আমার ছেলে বিপদের মধ্যে রয়েছে।
কিন্তু পুলিশ তখন কিছুই করেনি। তারপর তো ১৪ জুন ওকে হারালাম। ৪০ দিনের বেশি সময় পেরিয়ে গেল। এখনও কিছু করল না।” অর্থাৎ আরও একবার তিনি বুঝিয়ে দিতে চাইলেন, মুম্বই পুলিশের ভূমিকায় তিনি খুশি নন। যদিও এই বিষয় নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে চাননি মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং।
এরপরই বিহার সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয়। এখানেই থামেননি কেকে সিং। আরও একবার সুশান্ত মৃত্যুতে আপাতত ‘মূল অভিযুক্ত’ হিসেবে উঠে আসা রিয়া চক্রবর্তীকে ফের কাঠগড়ায় দাঁড় করান তিনি। তাঁর দাবি, বিহার পুলিশ রিয়াকে বয়ান রেকর্ড করার চেষ্টা করলেও কোনওরকম সহযোগিতা করেননি সুশান্তের বান্ধবী।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস