সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : ১০ বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। যে শ্রীলংকার ওপর সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল, সেই লংকানদের বিপক্ষে টেস্ট ক্রিকেটের মধ্য দিয়েই পুরোপুরি ক্রিকেট ফিরল পাকিস্তানে। ২০০৯ সালের পর থেকে পাকিস্তানের মাঠে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ হলেও টেস্ট খেলতে যায়নি কোনো দল।
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকা দলের টিম বাসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গত এক দশক পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট ছিল নির্বাসিত। হোম সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরাত এতদিন ছিল পাকিস্তানের ঘরের মাঠ।
বর্তমান টেস্ট দলের সবারই আজ দেশের মাটিতে প্রথম টেস্ট। ফাওয়াদ আলমের রোমাঞ্চটা আরও বেশি হওয়ার কথা। পাকিস্তানের এই টপঅর্ডার ব্যাটসম্যান ১০ বছর পর ফিরেছেন টেস্ট দলে।
বুধবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। ওপেনিং জুটিতে ওসাকা ফার্নান্দোকে সঙ্গে নিয়ে ৯২ রানের জুটি গড়েন অধিনায়ক দিমুথ করুনারত্নে। কিন্তু ভালো শুরুর পরও লংকানদের ব্যাটিং বিপর্যয়।
৩১ রানের ব্যবধানে দিমুথ করুনারত্নে, ওসাকা ফার্নান্দো, কুশাল মেন্ডিস ও দিনেশ চান্দিমালের উইকেট হারায় শ্রীলংকা। ৫৯ রান করে ফেরেন লংকান অধিনায়ক করুনারত্নে, ৪০ রান করেন অন্য ওপেনার ফার্নানো। মেন্ডিস ও সাবেক অধিনায়ক চান্দিমাল ১০ ও ২ রানে ফেরেন।
এরপর ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ফেরেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। শাহিন শাহ আফ্রিদির শিকারে পরিণত হওয়ার আগে তিনি ৩১ রান করার সুযোগ পান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেটে ১৯৩ রান। ৩৬ রানে ব্যাট করছেন ডি সিলভা। ৪ রানে তাকে সঙ্গ দিলেন নিরোশন ডিকওয়ালা।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম