সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
জানা যায়, শ্রদ্ধা কাপুর নিজেই নিজের পারিশ্রমিক নিয়ে গুঞ্জন ছড়াচ্ছেন।
তিনি বলে বেড়াচ্ছেন, মুক্তি প্রতীক্ষিত ‘সাহো’ ছবিতে নাকি তিনি ৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। কিন্তু আদতে শ্রদ্ধা নিয়েছেন মাত্র ৩ কোটি!
শ্রদ্ধার এমন আজগুবি দাবিতে বলিউড জুড়ে চলছে নিন্দা।
অনেকেই মন্তব্য করেছেন নিজের পারিশ্রমিক এভাবে বাড়ালে সেটা হিতে বিপরীতই হবে।
উল্লেখ্য, ৩০ আগস্ট ভারত জুড়ে হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম- এই চার ভাষায় মুক্তি পাবে ‘সাহো’। ইতিমধ্যে ছবির প্রচারে নেমেছেন প্রভাস ও শ্রদ্ধা কাপুর।
জানা গেছে, এর আগে পরিচালক সুজিত ‘সাহো’ ছবির জন্য প্রথমে বেছে নিয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। তিনি এই ছবির জন্য ৫ কোটি রুপি চেয়েছিলেন, তাই ছবির নির্মাতারা ক্যাটরিনাকে বাদ দিয়ে তার স্থানে তিন কোটি রুপি দিয়ে শ্রদ্ধাকে নিয়েছেন।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম