শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ ই আগস্ট) সকাল সাড়ে ১১ টারদিকে ব্যাংকটির কার্যক্রম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এসইভিপি ও ঢাকা নর্থ জোন প্রধান মোঃ মিজানুর রহমান। এর আগে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভায় ইসলামী ব্যাংক সিংগাইর শাখার ম্যানেজার মোঃ রহমত উল্লাহর সভাপতিত্বে ও ঢাকা নর্থ জোনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হাফেজ মাহমুদুল হাছান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপালী ব্যাংক সাহরাইল শাখার ম্যানেজার মোঃ মুজিবুর রহমান এবং ওই এজেন্ট ব্যাংক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মুরাদ হোসেন প্রমুখ।
এসময় ইসলামী ব্যাংক সংশ্লিষ্টরা জানান, সারাদেশে ১হাজার ৩’শ এজেন্ট ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ওপরে ডিপোজিট রয়েছে। ইসলামী ব্যাংকের এই এজেন্ট ব্যাংক সেন্টারটিও এ অঞ্চলের মানুষের দোড়গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসএস