বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
মানিকগঞ্জের সিংগাইর-মানিকনগর সড়কে ট্রাক চাপায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদ্বয় হচ্ছেন, উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর পুত্র মো. হাতেম আলী (৭৮) ও সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার মৃত কুকারাম মন্ডলের পুত্র নারায়ণ চন্দ্র মন্ডল (৪৯)। সোমবার (১৭ মে) দুপুর ১২ টারদিকে ওই সড়কের সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর (ঝিগাতলা) ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান , সিংগাইর থেকে ছেড়ে আসা (বগুড়া-ট-১১-১২৯০) ট্রাকটি ঝিগাতলা ব্রীজের কাছে পৌঁছায়। ব্রীজটি বিধ্বস্ত থাকায় অতিক্রম করতে না পারায় ট্রাকটি পেছনে ব্যাক দেয়। এ সময় রাস্তায় ট্রাকের পেছনে থাকা স্থানীয় হাতেম আলীকে চাপা দেয়। ওই অবস্থায় ট্রাক নিয়ে পালাতে গিয়ে রাস্তার চলন্ত সিএনজিকে চাপা দিলে যাত্রী নারায়ণ চন্দ্র মন্ডল আহত হয়। মারাত্মক আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার এস আই সোবহান বলেন, নিহতদ্বয়ের পরিবারের আপত্তি থাকায় সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।