মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার : ছেলে জন্ম দেয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ট্রফি জিতলেন ভারতের সানিয়া মির্জা। চীনের সাউই পেং ও সাউথ ঝাং ঝুঁটিকে হারিয়ে হোবার্ট আন্তর্জাতিক ট্রফি জয় করেন সানিয়া-নাদিয়া জুটি।
শনিবার, নাদিয়া কিচেনকে সঙ্গে জুটি বেঁধে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে ম্যাচ জিতে নেন তারা। প্রথম সেটেই ম্যাচ নিজেদের করে নেন সানিয়ারা। ম্যাচ চলে ১ ঘন্টা ২১ মিনিট। ছেলে ইজাহানের জন্মের পর ৩৩ বছরের সানিয়ার এটাই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট জয়। এখন সানিয়ার টার্গেট সামনে অস্ট্রেলিয়া ওপেনে ভালো কিছু করে দেখানো।
৪২তম আন্তর্জাতিক টেনিসের ডাবলজয়ী সানিয়া মির্জা প্রথম ব্রিসবেন আন্তর্জাতিক ট্রফি জেতেন ২০০৭ সালে। তখন তার সঙ্গী ছিলেন মার্কিন বেথ্যানি মাটেক।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস