বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : দুবাইয়ে রোববারের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ‘গোল্ডেন ডাকে’ ফেরেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক দিনেশ কার্তিক। তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও উইকেটরক্ষক হিসেবে আইপিএলে বড় এক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।
ম্যাচে চারটি ক্যাচ নেন কার্তিক। যার মধ্যে আছে বেন স্টোকসকে এক হাতে নেয়া চোখ ধাঁধানো ডাইভিং ক্যাচটিও। সবমিলিয়ে আইপিএলের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার কীর্তি গড়া হয়ে গেছে কার্তিকের। ছাড়িয়ে গেছেন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
এখন কার্তিকের নামের পাশে ১১০টি ক্যাচ। যদি কলকাতা প্লে-অফে নাম লেখাতে পারে, তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। অন্যদিকে এবারের আইপিএলে গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে চেন্নাইয়ের। ১০৯ ক্যাচ নিয়ে রেকর্ডটি এতদিন নিজের দখলে নেয়া ধোনির কার্তিককে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
এই তালিকায় তিন নম্বরে আছেন পার্থিব প্যাটেল, তিনি গ্লাভস হাতে ধরেছেন ৬৬টি ক্যাচ। এরপরের দুটি অবস্থান নামান ওঝা (৬৫) আর রবিন উথাপ্পার (৫৮)।
আইপিএলে ১৪ ম্যাচ শেষে কলকাতা ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে এখন আছে চার নম্বরে। পাঁচ নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাদের পয়েন্ট ১২। তবে তাদের আরও একটি ম্যাচ বাকি আছে। তাই এখনও কলকাতার শেষ চার নিশ্চিত হয়নি।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস