মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : করোনা আক্রান্ত ইনডিপেনডেন্ট টেলিভিশনের সংবাদ কর্মী সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া শনিবার (১৮ এপ্রিল) টেলিভিশনটির প্রধান সম্পাদক ও নির্বাহী কর্মকর্তা এম শামসুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসেও এ তথ্য তুলে ধরেন।
গত ৩ এপ্রিল ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সংবাদকর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই তিনি রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের ৪৭ সহকর্মীকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছিল। কোয়ারেন্টাইন শেষে সবাই সুস্থ অবস্থায় অফিসে যোগ দেয়। যমুনা টেলিভিশনের এক সংবাদকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও এটিএন নিউজের এক রিপোর্টারসহ দীপ্ত টেলিভিশনের ৪ সংবাদ কর্মী করোনা আক্রান্ত হয়েছে।
এসএস