বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের শ্রীপুরে সোমবার বেলা এগারো (১১.০০) টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ লাইন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঢাকা প্রধান ডিআইজি মোঃ মাহবুবর রহমান (বিপিএম, পিপিএম)।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সানা রহমান পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১, ঢাকা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডিআইজি মোঃ মাহবুবর রহমান (বিপিএম,পিপিএম) এলাকার গরীব দুঃখী, নারী-পুরুষ, শিশু ও গার্মেন্টস শ্রমিকগণদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে শীতবস্ত্র বিতরণ করেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ পুলিশ অতীতের ন্যায় যেকোন সময় প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ একটি মহৎ ও মানবিক কাজ।
বাংলাদেশ পুলিশ মানবিক পুলিশ হিসেবে কাজ করে যাচ্ছে এবং এর অংশ হিসেবে আজ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১, ঢাকার আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।এসময় প্রধান অতিথি শীতার্তদের মধ্যে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রায় পাঁচ শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা জেলা শিল্প পুলিশ।
এসএস