শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
আশুলিয়ায় ফার্মেসির দোকানে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২২ ধরনের ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামগড়া বাসস্ট্যান্ড এলাকার সুফিয়া ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রির অভিযোগে জামগড়ায় অভিযান পরিচালনা করেন ঔষধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা। এসময় সুফিয়া ফার্মাসিতে অভিযান চালিয়ে ২২ ধরনের নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ওষুধ বিক্রির কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছেন ঔষধ প্রশাসন।
ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সৈকত কুমার জানান, ২২ ধরনের ভারতীয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।