রবিবার, ১১ মে ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
আশুলিয়ায় ভেজাল খাদ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সহযোগী কারিতাস উদ্যম প্রকল্পের নেটওর্য়াক ফোরামের সভা শেষে সংশ্লিষ্ট কর্মীরা ভেজাল খাদ্য বন্ধের দাবীতে মানববন্ধন করেন। ভাদাইল তিনরাস্তার মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ভেজাল বিারোধী শ্লোগান লেখা ফেস্টুন, ক্যাপ পরিধান করে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বেসরকারি সংস্থা ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, ভার্ক, মেরিসস্টোপ, সিরআরপি, ল্যাবওয়ান হাসপাতালের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এছাড়াও ধামসোনা ইউনিয়নের ৬ নং ওর্য়াডের সদস্য আলহাজ আবু সাদেক ভূইয়া, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, ইউনট ম্যানেজার আবু তৈয়ব মজুমদার, ভাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: ইউসুফ আলী, উপজেলা স্বাস্থ্য সহকারি ইসমাইল পারভেজ, মো: আলআমিন, মো: দিলদার হোসেন, মো: মজিবুর রহমার, রত্না মন্ডল, লক্ষী গমেজ, আফরোজা আক্তার, সিস্টার রোজ প্রমুখ অংশ গ্রহন করেন।